01896-197101
[email protected]

Sristy Academic School

জাতীয় মেধা তালিকায় সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান

সৃষ্টি একাডেমিক স্কুল

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা
আবাসিক-অনাবাসিক
প্লে থেকে দশম শ্রেণি
31 Years success of Sristy

সেরা সাফল্য

এইচএসসি পরীক্ষার ফলাফল

এ+: ২৪৭০

এসএসসি পরীক্ষার ফলাফল

এ+: ৮৭৯৮

জেএসসি পরীক্ষার ফলাফল

এ+ : ৪৫৪৮

পিইসি পরীক্ষার ফলাফল

এ+ : ৩২৯৬

প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য

সুপ্ত প্রতিভার বিকাশ, প্রতিযোগিতাপূর্ণ মনোভাব তৈরি, সর্বোচ্চ ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ, সৎ, দেশপ্রেমিক, বিজ্ঞানমনস্ক মানুষ গড়াই আমাদের লক্ষ্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি লেখাপড়ার পাশাপাশি এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং কোন অন্যায় ও দূর্নীতি করবে না।

সাধারণ তথ্যাবলি

চেয়ারম্যান: ড. শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা
আবাসিক-অনাবাসিক
প্লে থেকে দশম শ্রেণি
জাতীয় মেধা তালিকায় সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান

ফোন এবং ইমেইল

প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা

শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ, মেধা ও মননে আধুনিক, চিন্তা-চেতনায় প্রাগ্রসর, দেশপ্রেমিক, সৎ, আদর্শ, যোগ্য ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষানুরাগী ড. শরিফুল ইসলাম রিপন ২০০২ সালে টাঙ্গাইল সদরে প্রতিষ্ঠা করেন সৃষ্টি একাডেমিক স্কুল। ২০০৫ সালে বিদ্যালয়টির প্রাথমিক শাখা, ২০০৯ সালে নিম্ন মাধ্যমিক শাখা এবং ২০১২ সালে মাধ্যমিক শাখা শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। এই প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ, প্রশিক্ষিত, পরিশ্রমী ও আন্তরিক শিক্ষক মন্ডলী। শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের ফলে অল্প সময়েই সমগ্র বাংলাদেশে এর সুনাম ছড়িয়ে পড়ে।বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলার শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে।  ২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনীতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী সারাদেশে ২য় স্থান অর্জন, ২০১৬ সালের এস এস সি বৃত্তিতে ঢাকা বোর্ডে ১৬তম স্থান অর্জন এবং ২০১৭ সালে সারাদেশে বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করে। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টাঙ্গাইল জেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তিতে একাধিকবার প্রথম স্থান অর্জন করে।জাতীয় পর্যায়ে, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিকবার সফলতার স্বাক্ষর রেখেছে। ১০তলা ভবন বিশিষ্ট স্কুল ক্যাম্পাসটিতে রয়েছে প্রজেক্টর সম্বলিত ক্লাসরুম, সুপরিসর কম্পিউটারল্যাব, অত্যাধুনিক বিজ্ঞানাগার ও সমৃদ্ধ গ্রন্থাগার। এছাড়াও রয়েছে বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাব। সার্বক্ষনিক বিদ্যুৎব্যবস্থা, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, লিফটের ব্যবস্থা ও শিশুদের জন্য রয়েছে কিডস জোন। প্রতিষ্ঠানটির উন্নত পাঠদান ও সেরা ফলাফলের জন্য সারাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠানটি একটি আস্থা ও একটি বিশ্বাসে পরিণত হয়েছে।

আমাদের একাডেমিক কার্যক্রম

🔹 আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার অনুসরণ।
🔹 শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আনন্দদায়ক ও অংশগ্রণ মূলক পদ্ধতিতে পাঠদান।
🔹 গনিত, ইংরেজি, বিজ্ঞান, পদার্থ ও রসায়ন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
পাঠদান ।
🔹প্রশিক্ষিত শিক্ষক দ্বারা নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান।
🔹 শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ক্লাস ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করা ।
🔹 প্রচলিত সাধারন স্কুল থেকে ব্যাতিক্রমধর্মী ও পাশ্চাত্য দেশের মত ব্যবহারিক পদ্ধতিতে পড়া শেখানো ও বিশেষ ব্যবস্থায় তা আদায় করে নেয়া হয়।
🔹 পড়া শিক্ষার্থীদের কাছে আকষর্ণীয় করে তুলতে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়া হয়।
🔹 যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ উপযোগী করে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়।

অন্যান্য দিক সমূহ

🔹 সহশিক্ষা কার্যক্রম- ডিবেট (বাংলা ও ইংরেজি), সায়েন্স এন্ড আইসিটি, স্পোর্টস এন্ড কালচারাল, চেজ(দাবা) এন্ড ল্যাংগুয়েজ ক্লাব চলমান।
🔹 থিম ডায়ালগের মাধ্যমে মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশ ঘটানো হয়।
🔹 পিছিয়ে পড়া ও অমনোযোগীদের Extra Class ও Problem Solve এর ব্যবস্থা।
🔹 শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে রয়েছে TSA, SC ও RC কার্যক্রম।
🔹 অগ্নিনির্বাপক, ফার্স্ট এইড, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ।

স্পেশাল ব্যাচ SSC

🔹 বোর্ড পরীক্ষার আদলে সাপ্তাহিক পরীক্ষা ও ক্লাস টেস্ট নেয়া হয়।
🔹 সর্বাধিক সংখ্যক এ+ প্রাপ্তির জন্য নিয়মিত Extra Care নেয়া হয়।
🔹১০০% সাফল্য অর্জনের লক্ষ্যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেয়া হয়।
🔹 একাধিক মডেল টেস্ট ও MCQ টেস্ট নেয়া হয় ।
অধ্যায়ভিত্তিক রিভিশন টেস্ট ও টেস্ট পেপার সলভ করা হয়।
🔹 শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক এর সমন্বয়ের মাধ্যমে প্রকৃত সেবা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হয়।

যোগাযোগ

সৃষ্টি কমপ্লেক্স, সৃষ্টি রোড, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল।
Call Now Button