অত্র সৃষ্টি একাডেমিক স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত সহকারি শিক্ষক শ্রদ্ধেয় আব্দুর রশীদ স্যারের আজ ছিল শেষ কর্মদিবস। কর্মরত অবস্থায় তিনি কখনো বয়সের কাছে হার মানেননি আজ শেষ কর্মদিবসেও তিনি যে কর্মচঞ্চলতা দেখিয়েছেন সত্যিই তা স্মরণীয়।
আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক। এই প্রত্যাশা করি। ভাল থাকুন স্যার পরিবারের সকলকে নিয়ে।
