01896-197101
[email protected]

Sristy Central School & College, Ashulia

শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত, EIIN-137792

সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, আশুলিয়া

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা
আবাসিক-অনাবাসিক
প্লে থেকে দ্বাদশ শ্রেণি

31 Years success of Sristy

সৃষ্টির সেরা সাফল্য

এইচএসসি পরীক্ষার ফলাফল

এ+: ২৪৭০

এসএসসি পরীক্ষার ফলাফল

এ+: ৮৭৯৮

জেএসসি পরীক্ষার ফলাফল

এ+ : ৪৫৪৮

পিইসি পরীক্ষার ফলাফল

এ+ : ৩২৯৬

প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা

২০১০ সালের ১০ অক্টোবর মাত্র পনেরো জন শিক্ষক এবং চারশত জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,আশুলিয়ার এই শাখাটি । প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষায় কৃতিত্বপূর্ণ স্থান অর্জনসহ তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে ।এর পেছনে রয়েছে সুশৃঙ্খলতায় আবদ্ধ একঝাঁক মেধাবী ও তরুণ শিক্ষক-শিক্ষিকার কঠোর পরিশ্রম ও ত্যাগ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা,সংস্কৃতি, ক্রীড়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অবদান রেখে চলেছে,যা বিদ্যালয়টিকে একটি মর্যাদার আসনে বসিয়েছে ।প্রতিষ্ঠানটিতে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শ্রেণিতেও পাঠদান করা হয়, যা প্রতিষ্ঠানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে ।সামাজিক এবং ভৌগোলিক অবস্থানজনিত কারণে অত্র এলাকাটি শিক্ষাদীক্ষায় ছিল অনুন্নত ।সৃষ্টি শিক্ষা পরিবার তার শিক্ষার মশাল হাতে নিয়ে জ্ঞানের মহান আলোকবর্তিকা জ্বালানোর মানসে যে দিন থেকে অত্র এলাকায় যাত্রা শুরু করলো সেদিন থেকে মানুষের মনে শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা গেল। প্রতিষ্ঠানে অনাবাসিকের পাশাপাশি রয়েছে একটি সমৃদ্ধ আবাসিক ব্যবস্থাপনা ।

আমাদের শিক্ষার্থীরা যাতে লেখা পড়ার পাশাপাশি একেকজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি ।এ ব্যাপারে আমরা অভিভাবকেরও সহযোগিতা পাচ্ছি ।আমরা মনে করি, মুখস্থবিদ্যা একজন শিক্ষার্থীর মেধাকে সংকুচিত করে ফেলে,সেকারণে হাতে কলমে শিক্ষার প্রয়োজন । আর এ বিষয়টি অত্র প্রতিষ্ঠান তার উষা লগ্ন থেকেই অনুসরন করে আসছে । আমাদের প্রতিষ্ঠানের অন্যতম বিশেষত্ব হচ্ছে, লেখাপড়ায় অমনযোগী এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর প্রদান । সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা আরও অনেক উপরে উঠে যাবো এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সাধারণ তথ্যাবলি

চেয়ারম্যান: ড. শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ
আবাসিক-অনাবাসিক
প্লে থেকে দ্বাদশ শ্রেণি
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা
শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত,
EIIN-137792

ফোন এবং ইমেইল

আমাদের একাডেমিক কার্যক্রম

🔹 আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার অনুসরণ।
🔹 শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আনন্দদায়ক ও অংশগ্রণ মূলক পদ্ধতিতে পাঠদান।
🔹 গনিত, ইংরেজি, বিজ্ঞান, পদার্থ ও রসায়ন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
পাঠদান ।
🔹প্রশিক্ষিত শিক্ষক দ্বারা নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান।
🔹 শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ক্লাস ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করা ।
🔹 প্রচলিত সাধারন স্কুল থেকে ব্যাতিক্রমধর্মী ও পাশ্চাত্য দেশের মত ব্যবহারিক পদ্ধতিতে পড়া শেখানো ও বিশেষ ব্যবস্থায় তা আদায় করে নেয়া হয়।
🔹 পড়া শিক্ষার্থীদের কাছে আকষর্ণীয় করে তুলতে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়া হয়।
🔹 যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ উপযোগী করে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়।

অন্যান্য দিক সমূহ

🔹 সহশিক্ষা কার্যক্রম- ডিবেট (বাংলা ও ইংরেজি), সায়েন্স এন্ড আইসিটি, স্পোর্টস এন্ড কালচারাল, চেজ(দাবা) এন্ড ল্যাংগুয়েজ ক্লাব চলমান।
🔹 থিম ডায়ালগের মাধ্যমে মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশ ঘটানো হয়।
🔹 পিছিয়ে পড়া ও অমনোযোগীদের Extra Class ও Problem Solve এর ব্যবস্থা।
🔹 শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে রয়েছে TSA, SC ও RC কার্যক্রম।
🔹 অগ্নিনির্বাপক, ফার্স্ট এইড, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ।

স্পেশাল ব্যাচ SSC

🔹 বোর্ড পরীক্ষার আদলে সাপ্তাহিক পরীক্ষা ও ক্লাস টেস্ট নেয়া হয়।
🔹 সর্বাধিক সংখ্যক এ+ প্রাপ্তির জন্য নিয়মিত Extra Care নেয়া হয়।
🔹১০০% সাফল্য অর্জনের লক্ষ্যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেয়া হয়।
🔹 একাধিক মডেল টেস্ট ও MCQ টেস্ট নেয়া হয় ।
অধ্যায়ভিত্তিক রিভিশন টেস্ট ও টেস্ট পেপার সলভ করা হয়।
🔹 শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক এর সমন্বয়ের মাধ্যমে প্রকৃত সেবা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হয়।

যোগাযোগ

বাইপাইল, বগাবাড়ী, আশুলিয়া রোড, সাভার, ঢাকা
Call Now Button