সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, খুলনা
যশোর শিক্ষাবোর্ড অনুমোদিত, কোড-৩৫১১বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা
আবাসিক-অনাবাসিক
প্লে থেকে দশম শ্রেণি
সৃষ্টির সেরা সাফল্য
এইচএসসি পরীক্ষার ফলাফল
এ+: ২৪০২
এসএসসি পরীক্ষার ফলাফল
এ+: ৭৯৫৩
জেএসসি পরীক্ষার ফলাফল
পিইসি পরীক্ষার ফলাফল
সাধারণ তথ্যাবলি
চেয়ারম্যান: ড. শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ
আবাসিক-অনাবাসিক
প্লে থেকে দশম শ্রেণি
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা
যশোর শিক্ষাবোর্ড অনুমোদিত, কোড-৩৫১১
ফোন এবং ইমেইল
প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা
সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজটি খুলনা ২০০৯ সাল থেকে সাফল্যের সাথে বোর্ড অনুমোদন নিয়ে খুলনা,বিভাগীয় অঞ্চলে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। সৃষ্টি একটি প্রগতিশীল শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে শিক্ষা সেবায় ব্রত রয়েছে একঝাক মেধাবী তরুন শিক্ষকবৃন্দ। যাদের অক্লান্ত পরিশ্রমে সৃষ্টি এই শাখাটি ফলে ফুলে ভরে উঠেছে। সৃষ্টি সেন্ট্রাল স্কুল খুলনা শাখায় রয়েছে নিজস্ব ক্যাম্পাস। প্রতি বছরই এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ A+ এবং বৃত্তি পেয়ে থাকে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে একটি সাংস্কৃতিক বলয়। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা, আবৃত্তি, গান, গজল, ছড়া, কবিতা ও কোরআন তিলওয়াতসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থেকে নিজেদের মেধাবিকাশের সুযোগ নিচ্ছে।
বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমরা সাবলিলভাবে অংশগ্রহণ করে দেশ প্রেমের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছি। এই প্রতিষ্ঠানটি ডাবল শিফটে পরিচালিত হয়। প্রভাতি শাখা ও দিবা শাখা।
নভেম্বরের ১ তারিখ থেকে ভর্তি পরীক্ষার ফরম ছেড়ে শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সুযোগ দেয়া হয়। প্রতি বছর জানুয়ারী মাসের ১ম শুক্রবার ভর্তি পরীক্ষা নিয়ে নির্ধারিত আসনে শিক্ষার্থী ভর্তি করানো হয়।
আমরাই খুলনা শহরে প্রথম প্রতিষ্ঠান যারা প্রতিটি শিক্ষার্থীদের বাসায় গিয়ে লেখা পড়ার খোজ খবর করে থাকি।
আমাদের রয়েছে সুন্দর সুশৃঙ্খল আবাসিক ব্যবস্থাপনা। প্রতিটি শিক্ষার্থীদের সিঙ্গেল বেডের ব্যবস্থাপনা ও ১৫-২০জন শিক্ষার্থীদের জন্য ১জন করে গাইড টিচার দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থাপনার পাঠদান করে মানযোগ তৈরি করা হয়।
আমরা এখানে আনন্দের সাথে পাঠদান করিয়ে যতনের সাথে মেধাহীন-কে মেধাবী, দুর্বলকে সবল ও সবলকে চৌকশ করার প্রয়াস রাখি। আমরা বিদ্যালয়ে প্রতিদিনের পড়া প্রতিদিনই আদায় করি। সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে এক সপ্তাহের পড়া রিভিশন দেওয়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা এবং তিনটি সেমিস্টার পরীক্ষা। আমরা শিক্ষার্থীদের নৈতিক বলে বলিয়ান করার জন্য ধর্মীয় অনুশাসন ও আমাদের বছর ব্যাপি থিম ডায়ালগ শিখিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরনা দিয়ে থাকি।
আমাদের পাঠদান পদ্ধতি
-
-
- মাল্টিমিডিয়া/প্রজেক্টরের মাধ্যমে নিয়মিত পাঠদান।
- গণিত, ইংরেজি, বিজ্ঞান, পদার্থ ও রসায়ন বিষয়ে অতিরিক্ত ক্লাস।
- সৃজনশীল বিষয় সহজবোধ্য করতে অংশগ্রহণ মূলক পদ্ধতি ও উপকরণ ভিত্তিক পাঠদান।
- পর্যাপ্ত এম.সি.কিউ টেস্ট ও মডেল টেস্ট, প্রতিদিন পড়া আদায় ও নিয়মিত ব্যবহারিক ক্লাস।
- সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস ও সকল বিষয়ে সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ।
- স্বল্পমেধাবী ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
- বিষয় ভিত্তিক দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করন, দুর্বলতার কারণ নির্ণয় এবং প্রতিকারের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ।
- শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখতে ও উদ্ভাবনী শক্তি বিকাশ ও প্রতিযোগী মনোভাব সম্পন্ন করতে রয়েছে Brain Storming পদ্ধতি।
- সর্ব বিষয় আনন্দময় করার জন্য রয়েছে আনন্দময় পাঠদান ব্যবস্থপনা।
- প্রতিটি শিক্ষার্থীদের সকল শিক্ষকদের মাঝে ভাগ করে দিয়ে ভালো ফলাফল বের করে আনার ব্যবস্থা গ্রহন করে থাকি।
-
অন্যান্য বিশেষদিক
-
-
- শিক্ষার্থীদের জন্য রয়েছে সুপরিসর কম্পিউটার ল্যাব ও অত্যাধুনিক বিজ্ঞানাগার।
- ছাত্রীদের জন্য পৃথক ব্যাচের ব্যবস্থা।
- অভিভাবকদের অনলাইনের মাধ্যমে দৈনিক উপস্থিতি, বন্ধের নোটিশ ও পরীক্ষার ফলাফল জানানো হয়।
- সাহিত্য পত্রিকা, বাৎসরিক ম্যাগাজিন ও বিভিন্ন দিবসে দেয়ালিকা প্রকাশ করা হয়।
- আবৃতি, অভিনয়, খেলাধুলা, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীদের বিশেষভাবে দক্ষ করে তোলা হয়।
- বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিষ্ঠানে রয়েছে চারটি গুরুত্বপূর্ণ কমিটি।
PTA (Perents Teachers Association),
TSA(Teachers Student Association),
SC (Student Council ) &
RC (Residence Council) - স্কুলক্যাম্পাস ও শ্রেণিকক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
-
আমাদের আবাসিক ব্যবস্থাপনা
- আমাদের আবাসিক ব্যবস্থাপনা The model of Bangladesh যেখানে বিভিন্নজেলার শিক্ষার্থী রয়েছে।
- একই ভবনে ক্লাস ও আবাসিক ব্যবস্থাপনা রয়েছে।
- সর্বাধিক A+ প্রাপ্তির জন্য Class ব্যাতীত রয়েছে অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা।
- প্রতি ১৫ জন শিক্ষার্থীর জন্য রয়েছে ১জন গাইড শিক্ষক।
- অভিজ্ঞ ও দক্ষ আবাসিক সুপার দ্বারা আবাসিক কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করার ব্যবস্থা করা।
- স্বাস্থ্য সম্মত খাবার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা।
- সিসি ক্যামেরা দ্বারা সার্বিক কার্যকলাপ পর্যবেক্ষণ।
- দৈনিক পত্রিকা, টেলিভিশন, ইনডোর গেমস, ছুটির দিনে বাইরে বেড়ান ও গেমস-এর ব্যবস্থা।
- KUET & Khulna University মেধাবী শিক্ষার্থীদের সাথে বিনিময়।
- পারিবারিক পরিবেশ প্রদান।
ভর্তি সংক্রান্ত তথ্য
- ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু: প্রতিবছর ০১ নভেম্বর থেকে।
- ভর্তি পরীক্ষা: জানুয়ারির ১ম শুক্রবার, সকাল- ১০:০০টায়।
- প্রশ্নেরধরন: MCQ/এক কথায়প্রকাশ।
পরীক্ষার নম্বর: ৭০ নম্বর (বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-২০ ও সাধারণ জ্ঞান-১০) - সময়- ১:০০ ঘন্টা।
যোগাযোগ
১৩৯/ক, রোড – ০৮ (১ম ফেইস), সোনাডাঙ্গা আ/এ খুলনা।
০২৪৭-৮৬০৫৫৩
০১৯২৬-৯৭১১০৮
info@sristy.edu.bd